বাঙালিদের উপর যে নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি

বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি

বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

বাঙালি কোন একক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নয়। প্রাচীনকাল থেকে বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণ সমন্বয়ের মাধ্যমে বাঙালি জাতি গড়ে উঠেছে। পন্ডিতদের সংখ্যাগরিষ্ঠ মতে বাঙালি একটি নতুন মিশ্র বা সংকর জাতি।

ধারণা করা হয় বাংলাদেশে প্রথম নিগ্রোয়েড বা অস্ট্রালয়েড শ্রেণির জনগোষ্ঠী বসবাস শুরু করে। এদের মাথার গড়ন লম্বা, নাক চওড়া, গায়ের রং মিশমিশে কালো, উচ্চতা মধ্যমাকার।  এরপর ধীরে ধীরে এদের সাথে যুক্ত হয় দ্রাবিড়, আলপিয়ান, মঙ্গোলয়েড, নার্ডিক, আর্য, আলপাইন, আরব জাতি প্রভৃতি।

বাঙালিদের উপর নিগ্রোয়েড বা অস্ট্রালয়েড শ্রেণির নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। ধারণা করা হয় ৫ থেকে ৬ হাজার বছর আগে  এরা এ অঞ্চলে আসে। সাঁওতাল, কোল,ভীল, মুন্ডা, ভূমিজ, মালপাহাড়ি প্রভৃতি অস্ট্রেলীয়দের সঙ্গে সম্পৃক্ত।

অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের শর্ট সাজেশন পেতে আমাদের গুগল নিউজ ফলো করে সাথেই থাকুন। সকল নতুন আপডেট পেতে ফেসবুক পেজ ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url