দেখে নিন 100 টি মজার ধাঁধা এবং উত্তর

100 টি মজার ধাঁধা এবং উত্তর

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আসা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো 100 টি মজার ধাঁধা এবং এর উত্তর। আশা করছি এগুলো আপনাদের পছন্দ হবে। 

বাংলা মজার ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। ছোটবেলায় বিভিন্ন ধাঁধার আসর আমাদের এখনো মনে পরে। আমরা অনেক সময় ছোটদের কিংবা বড়দের কাছে থেকে বিভিন্ন কঠিন কিংবা মজার ধাঁধার সম্মুখীন হয়ে থাকি। মজার ব্যাপার হলো, ধাঁধা এমনই একটি জিনিস যেগুলো আমরা জানি কিন্তু উত্তর দিতে বিব্রত হয়ে থাকি। কারণ ধাঁধার উত্তর মাত্র একবারেই দেওয়া যায়। 

এমন অনেক কঠিন এবং মজার ধাঁধা রয়েছে যেগুলোর উত্তর অনেক সহজ কিন্তু সবাই এগুলোর উত্তর দিতে পারে না। আজকে আপনাদের মাঝে তেমনি ১০০ টি মজার ধাঁধা শেয়ার করবো যেগুলো দিয়ে আপনি যে কাউকে বোকা বানাতে পারেন। আমাদের দেওয়া ধাঁধা গুলো আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 

100 টি মজার ধাঁধা এবং উত্তর

এখানে বাছাই করা সেরা ১০০ টি মজার ধাঁধা এবং উত্তর দেওয়া হলো...

1. কাটলে বেড়ে যাবে,,,সব শেষে জল পাবে।

  • 👉পুকুর
2. কাজ করি সুড় দিয়ে নই আমি হাতি,,, পরের উপকার করি তবু খাই লাথি।

  • 👉ঢেঁকি

3. হাত আছে পা নেই বুক তার ফাটা,,, মানুষ গিলে খায় নাই তার মাথা।

  • 👉শার্ট

4. মাসে আসে মাসে যায়,,, দিনে খায় না রাতে খায়।

  • 👉রোজা
5. উড়তে পেখম বীর, ময়ূর সে নয়,,, মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়।
  • 👉মশা
6. মুখ নাই কথা বলে,,, পা নাই হেঁটে চলে।
  • 👉ঘড়ি
7. একটা শিং বারোটা ঠ্যাং কোন মাছের আছে,,, পানিতে বাস করে, ডিম পাড়ে গাছে ।
  • 👉চিংড়ি
8. কোন প্রাণী বল দেখি ছয় ছয় পায়ে হাঁটে,,, ঘুরতে তাকে তোমরা দেখো যেথায় খুশি পথে ঘাটে।
  • 👉পিঁপড়া
9. কাটলে সকল বস্তু ছোট হয়ে যায়,,, এমন কি আছে যা কাটলে বড় হয়।
  • 👉পুকুর
10. উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা,,, কে আমি ভেবেচিন্তে বলে ফেলো তা।
  • 👉তাল
11. আগা ঝন ঝন গোড়া মোটা,,, যে না পারিবে সে যে বোকা।
  • 👉ঝাড়ু
12. ইকড়ের তলে তলে ভিক অতি ছানি,,, কোন গাছে দেখেছেন গাছের আগায় পানি।
  • 👉নারিকেল
13. কদমের ভাই সজন রায়, একশ আটটা জামা গায়,,, তবু তার সাধ মেটে না, আরও সে জামা চায়।
  • 👉কলাগাছ
14. কোন গাছে হয় না ফুল,,, তবু আছে গন্ধ।
  • 👉চন্দন
15. এক গাছে হয় তিন তরকারি,,, আজব কথা বলিহারি।
  • 👉কলাগাছ
16. কোন ফলের ফুল ফোটে কি ফোটে না,,, সকালে-বিকালে কেউ তো দেখে না
  • 👉ডুমুর
17. আগা গোড়া বেশি নয়, মাঝে বেশি জল,,, গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল।
  • 👉কদম
18. একটুখানি গাছে তিল ঝুরঝুর করে,,, একটুখানি টোকা দিলে ঝরঝরিয়ে পড়ে।
  • 👉শিশির
19. মধ্যখানে একটু পানি চুনকাম করা ঘর,,, ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।
  • 👉ডিম
20. আসল ছেড়ে বছর গেল,,, প্রাপ্তিযোগে কি ফল হল
  • 👉আপেল
21. উল্টালে ধাতু হয় সোজাতে জননী,,, কী শব্দ হয় তাহা বলো দেখি শুনি
  • 👉মাতা
22. আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা,,, ফুল নাই ফলও নাই পাতাতেই ভরা।
  • 👉পান
23. একটুখানি পুকুরে জল টলমল করে,,, এমন বাপের বেটা নেই নেমে মাছ ধরে।
  • 👉চোখ
24. আগা গোড়া কাটা,,, চুলের জন্য ঝাটা।
  • 👉চিরুনি
25. একলা তারে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে,,, আঁধার দেখলে ভয়ে পালায় আলোয় ফিরে আসে
  • 👉ছায়া
26. বলতে পারো নাকি? কার লেজ কেটে দিলে প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে
  • 👉কলেজ
27. একবার জন্মায় আবার মরে,,, আবার জন্মায়, তারপর মরে,,, এই মরা শেষ মরা ঘুমিয়ে পড়ে
  • 👉দাঁত
28. মুখ দিয়ে খায়,,, পেট দিয়ে ফেলে
  • 👉বদনা
29. এক ঘরে এক থাম,,, বলো তার কী নাম
  • 👉ছাতা
30. একটা মাথা তিনটা পা চললে বলি আগে আগে,,, থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দায়
  • 👉সিলিং ফ্যান
31. এক আছে এক বুড়ি,,, চোখ তার বারো কুড়ি
  • 👉আনারস
32. একটা ছোট ঘরে,,, অনেক মাথা ধরে
  • 👉দেশলাই
33. এমন একটা গাই আছে, যা দেই তাই খায়,,, পানি দিলে মরে যায়
  • 👉আগুন
34. উল্টো করে চলবে তুমি, চালটা তোমার ধরে,,, পা কেটে ফল খাইয়ে দেব, ফল কেটে পান করে
  • 👉বেলচা
35. আগ কেটে বাগ কেটে রুপিলাম চারা,,, ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা।
  • 👉পান
36. উড়লেও পাখি নয়,,, বলো দেখি কারে কয়
  • 👉চামচিকা
37. আসবে তারা যাদের স্বভাব,,, ভাত ছড়ালে হবে না অভাব
  • 👉কাক
38. উল্টো সোজা একই কথা, প্রাণি যেথা সেও তথা,,, তিন অক্ষরে সবটা, বল দেখি উত্তরটা
  • 👉নয়ন
39. আসলে নকল দেখি, মাথা কেটে সিক্ত নাকি,,, শেষ জোড়া দু নম্বরটা, তাই নিয়ে যায় শিকারী
  • 👉ভেজাল
40. রয় না আকাশে যাবে না চোখেও,,, বাগানে চেয়ে দেখ, তবুও সে হাসে
  • 👉নয়নতারা
41. আঘাত নয় দেশের নাম,,, বলতে পারলে সম্মান।
  • 👉ঘানা
42. আছাড়ে হই না কাবু নই আমি ফুলবাবু,,, টেপাটেপিতে মরণদশা, আমি তো নই মশা,, ক্ষুধা লাগলে সবাই হয়ে যায় পাগল, আমাকে করতে জোগাড় বাজারে নামে ঢল

  • 👉ভাত
43. আকাশে আছি বাতাসে আছি নাই পৃথিবীতে,,, চাঁদ আর তারায় আছি, নাই কিন্তু সূর্যতে।
  • 👉আ- কার
44. আগায় খস খস গোড়ায় মৌ,,, যে বলতে না পারবে সে পবন ঠাকুরের বউ😁
  • 👉আখ
45. আকাশে মস্তক যার পাতালে আঙ্গুল,, মাথার উপর আছে এক ছাতা, প্রসারিয়া সুত যদি ভূমি হয় স্থিতি,, আনন্দেতে নরগণ ধায় দ্রুত গতি
  • 👉তালগাছ
46. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
  • 👉নাম
47. রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে,,, তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে
  • 👉চোর
48. একটা গরুর পাছ পাছ লেজ,,,পাঁচটা গরুর কয়টি লেজ?
  • 👉 5
49. আল্লাহর তৈরী পথ সাত রঙ্গে সৃষ্টি,,, কভু কভু দেখা যায়, হয় যদি বৃষ্টি।
  • 👉রংধনু
50. রাস্তাঘাটে অনিচ্ছায় সদাই করি ভক্ষণ,,, বড়োর চেয়ে ছোটরাই খায় বেশি সারাক্ষণ
  • 👉সিগারেট
51. কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যা বলা যায়না?
  • 👉আপনি কি ঘুমাচ্ছেন?
52. কেবান সে ফল ভাই লেজে থাকে দাড়ি,,, গা কেটে ধরে ফল খায় নর-নারী।
  • 👉ভুট্টা
53. কট কাচারিতে বিচার শুনি, জন্ম আমার বনে,,, সবাই আমার পেটে বসে, কষ্ট পাই না মনে।
  • 👉চেয়ার
54. দুই হাত আছে তার,আরো আছে মুখ,,,পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ
  • 👉ঘড়ি
55. শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার,,, চিতায় তারে পুড়িয়া মারে, তবু সে উহ আহ না করে
  • 👉 সিগারেট
56. জিনিসটার এমন কী গুণ,,,টাকা করে দেয় দ্বিগুণ
  • 👉আয়না
57. শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ,,, দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ
  • 👉মশারী
58. ব্যবহারের আগে ভাঙতে হবে,,, জিনিসটার উত্তর কে কবে?
  • 👉ডিম
59. ঘাড় আছে মাথা নেই,,, ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই
  • 👉বোতল
60. কালিদাস পন্ডিতের ফাঁকি,,, আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকী
  • 👉0
61. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে,,, উত্তরটা বলো দেখি চেষ্টা করে নিজে
  • 👉গামছা
62. আম নয় জাম নয় গাছে নাহি ধরে,,, সব লোকে ফল বলে, জানে শুধু তারে
  • 👉পরীক্ষার ফল
63. বেড়ে যদি যায় একবার,,, কোনোভাবেই কমে না আর
  • 👉বয়স
64. আগে পিছে নাতি নিয়ে থাকে অবিরাম,,, মানুষ সে নয় ভাই সুস্বাদু একটি ফল
  • 👉নাশপাতি
65. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস,,, আমাদের মাথার ওপরই জিনিসটার বাস
  • 👉চাঁদ
বন্ধুরা, 100 টি মজার ধাঁধা দেওয়ার কথা থাকলেও এখানে কিছু বাকি রাখা হয়েছে। আপনি যদি এমন কোন মজার ধাঁধা জেনে থাকেন যেটির উওর খুব কঠিন, তাহলে এখনই কমেন্টে লিখে ফেলুন আপনার ধাঁধা এবং উত্তর। আপনার লেখা ধাঁধা প্রকাশ পাবে এই পোস্টে!

Read More
আসা করি ধাঁধা গুলো আপনার পছন্দ হয়েছে। নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Next Post Previous Post
3 Comments
  • Anonymous
    Anonymous October 9, 2022 at 6:26 PM

    আকাশেতে ছিরিমিরি চো ও তোরে বাসা হাত নাই পাও নাই মানুষ খাওয়ার আশা

    উত্তর ঠাটা


  • Anonymous
    Anonymous October 9, 2022 at 6:32 PM

    ফুল দলা ফল নাই

    উত্তর পানি লাউ

  • Anonymous
    Anonymous October 9, 2022 at 6:41 PM

    এক হাত ঘাড়ে এক হাত নড়ে তোল দিয়ে পানি চুয়ে চুয়ে পরে

    উত্তর মা বোনেরা কলসিতে পানি আনে

Add Comment
comment url