জেনে নিন কিছু ইসলামিক ধাঁধা এবং এর উত্তর

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা। কেমন আছেন সবাই? আসা করছি প্রত্যেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। Techknow24.com এ আপনাকে স্বাগতম!

আমরা অনেকসময় বড়দের কিংবা ছোটদের সাথে ধাঁধা ধরা নিয়ে প্রতিযোগিতা করি। এছাড়াও আমরা বিভিন্ন সময় ইসলামিক ধাঁধা বা প্রশ্নের সম্মুখীন হই। অনেকসময় ধাঁধার উত্তর জানা সত্ত্বেও আমারা উওর দিতে পারি না। আবার অন্যকেও প্রশ্ন করতে পারি না। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কিছু কমন ইসলামিক ধাঁধা। যেগুলো আমরা সবাই কমবেশি জানি কিন্তু অনেকসময় মনে করতে পারি না। এখান থেকে আপনি কোন ইসলামিক ধাঁধা কিংবা প্রশ্নের আসরে প্রশ্ন করতে পারেন। 

ইসলামিক ধাঁধা

ইসলামিক ধাঁধা এবং উত্তর 

এখানে কিছু কমন ইসলামিক ধাঁধা বা ইসলামিক প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। আসা করি এগুলো আপনাদের উপকারে আসবে।

1. ঈমানের শাখা কয়টি? 

উত্তরঃ ৭০ টিরও অধিক 

2. পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেছেন? 

উত্তরঃ হযরত আবু বকর (রা.) 

3. পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ছোট সুরার নাম কি? 

উত্তরঃ সূরা কাওসার 

4. উম্মুল কুরআন কোন সূরা কে বলা হয়? 

উত্তরঃ সূরা ফাতিহা 

5. হযরত মুহাম্মদ (স.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 

উত্তরঃ ৫৭০ খ্রিস্টাব্দে

6. হযরত মুহাম্মদ (স.) এর পিতার নাম কি? 

উত্তরঃ আব্দুল্লাহ 

7. হযরত মুহাম্মদ (স.) কোন বংশে জন্মগ্রহণ করেন? 

উত্তরঃ কুরাইশ বংশে

8. ওযুর ফরজ কয়টি? 

উত্তরঃ ৪ টি

9. পবিত্র কুরআন কত বছর ধরে নাজিল হয়েছে? 

উত্তরঃ ২৩ বছর ধরে 

10. পবিত্র কুরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? 

উত্তরঃ সূরা বাকারা এর ২৮২ নম্বর আয়াত।

আরো দেখতে পারেন:

Tags: ইসলামিক ধাঁধা, ইসলামী ধাঁধা, ইসলামিক প্রশ্ন ও উত্তর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url