জনপ্রিয় ১০ টি স্বাধীনতা দিবসের গান | ২৬ শে মার্চের গানের তালিকা ২০২২


আসসালামু আলাইকুম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! আসা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা হয়তো অনেকে স্বাধীনতা দিবসের গান বা ২৬ শে মার্চের গান খুঁজছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম সেরা কিছু বাংলাদেশের স্বাধীনতার গান এবং ২৬ শে মার্চের গানের তালিকা। 

আশা করছি স্বাধীনতা দিবস নিয়ে দেশাত্মবোধক গানগুলো আপনাদের ভালো লাগবে। এগুলো আপনারা চাইলে প্লে করে শুনতে পারবেন অথবা  Mp3 আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

২৬ শে মার্চ - মহান স্বাধীনতা দিবস ২০২২

২৬ শে মার্চ আসলেই প্রতিটি বাংলাদেশীর মনে এক নতুন আবেগ জন্ম নেয়। আর এ আবেগ হলো পরাধীনতার গ্লানি মুছে ফেলে স্বাধীনতার আনন্দ। কারণ ১৯৭১ সালের ২৬ শে মার্চ পশ্চিম পাকিস্তানের শোষণ উৎপীড়নের বিদায় ঘটিয়ে বাংলাদেশ নিজেকে স্বাধীন ঘোষণা করে।

১৯৭২ সালের একটি প্রঙ্গাপনের মাধ্যমে ২৬ শে মার্চ কে জাতীয় দিবস ঘোষণা করা হয়। এবং সেই থেকে প্রতি বছর নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালিত হয়ে থাকে 

স্বাধীনতা দিবসের গান

১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। মহান এই স্বাধীনতা দিবস নিয়ে তৈরী হয়েছে অসংখ্য জনপ্রিয় দেশাত্মবোধক গান। যেগুলো শুনলে প্রতিটি বাঙালির মনে মাতৃভূমির প্রতি ভালবাসার জন্ম নেয়। আজকে আপনাদের সাথে শেয়ার করবো তেমনি কিছু মহান স্বাধীনতা দিবসের গানের তালিকা।

স্বাধীনতা দিবসের গান | ২৬ শে মার্চ নিয়ে দেশাত্মবোধক গানের তালিকা

১. ও আমার দেশের মাটি - তোমার পরে ঠেকাই মাথা

২. একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার - সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার


৩. যে মাটির বুকে ঘুমিয়ে আছে, লক্ষ মুক্তি সেনা - দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না


৪. এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা - আমরা তোমাদের ভুলবো না


৫. দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ - ভুলিনি আমারা


৬. সবকটা জানালা খুলে দাওনা - আমি গাইবো, গাইবো বিজয়েরই গান


৭. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে


৮. মাগো আর তোমাকে ঘুম পাড়ানী মাসি হতে দেব না


৯. ও আমার আট কোটি ফুল


১০. আমায় গেঁথে দাওনা মাগো - একটা পলাশ ফুলের মালা



Keyword: ২৬শে মার্চের গান, স্বাধীনতা দিবসের গান, দেশাত্মবোধক গান, স্বাধীনতার গান, দেশাত্মবোধক গানের তালিকা, দেশাত্ববোধক গানের তালিকা, দেশের গান download, দেশের গান বাংলাদেশ, বাংলা দেশের গান, দেশাত্মবোধক গান অডিও ডাউনলোড, দেশের গান লেখা
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous March 22, 2023 at 8:05 PM

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Add Comment
comment url