ফিলিয়া ৫২৫ এস ই দাম কত এবং এর ব্যবহার

 সাধারণত ধান গাছের খোল পচা বা ব্লাষ্ট রোগের প্রতিরোধের জন্য ফিলিয়া ৫২৫ এস ই ব্যবহার করা হয়। আজকে আমরা জানবো ফিলিয়া ৫২৫ এস ই দাম কত এবং এর ব্যবহারবিধি।

ফিলিয়া ৫২৫ এস ই দাম কত এবং এর ব্যবহার

ফিলিয়া ৫২৫ এস ই দাম কত

সিনজেনটা বাংলাদেশ এর ফিলিয়া ৫২৫ এস ই এর দাম ২০০-২২০৳। আপনার নিকটস্থ যে কোন সার এবং কীটনাশকের দোকানে পেয়ে যাবেন।

ব্লাস্ট রোগ

যে কোন বয়সে গাছে ব্লাষ্ট রোগ আক্রান্ত করতে পারে। প্রথমে পাতায় খুব ছোট ছোট দাগ পড়ে, এরপর আস্তে আস্তে দাগের পরিধি বড় হতে থাকে।

একসময় দাগগুলো পাতার বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে এবং পাতা মরে যেতে পারে।

ফিলিয়া ৫২৫ এস ই এর ব্যবহার

  • প্রতি একরে ৪০০ এম এল ফিলিয়া ৫২৫ এস ই ব্যবহার করতে হবে।
  • ১০ লিটার পানিতে ২০ এমএল ফিলিয়া ৫২৫ এস ই মিশিয়ে ৫ শতাংশ জমিতে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে স্প্রে করে দিতে হবে।
  • সাধারণত ১৪ দিন পর্যন্ত ফিলিয়া এর কার্যকারিতা থাকে। তাই আক্রমণ এর পরিধি বেশি হলে ১৪ দিন পর পর একই নিয়মে স্প্রে করতে হবে। তথ্যসূত্র
গুগল নিউজে আমাদের ফলো করুন। ফেসবুকে লাইক করে সাথেই থাকুন। ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url